3rd September 2022 Current Affairs in Bengali || ৩রা সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd September 2022 Current Affairs in Bengali

৩রা সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
৩রা সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স 

৩রা সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স 


1➤ ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত ?

ⓐ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
ⓑ কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক
ⓒ কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক
ⓓ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক

2➤ পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হয় -

ⓐ ১লা সেপ্টেম্বর
ⓑ ২রা সেপ্টেম্বর
ⓒ ৩রা সেপ্টেম্বর
ⓓ ৪ঠা সেপ্টেম্বর

3➤ কোন ক্রীড়াবিদ ২০২২ সালে BWFবিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন ?

ⓐ পিভি সিন্ধু
ⓑ কে শ্রীকান্ত
ⓒ ভিক্টর অ্যাক্সেলসেন
ⓓ ক্যারোলিনা মেরিন

4➤ ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হলেন কে ?

ⓐ প্রিয়াঙ্কা চোপড়া
ⓑ আলিয়া ভাট
ⓒ কৃতি স্যামন
ⓓ কোয়েল মল্লিক

5➤ 'পরমাণু পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস' কবে পালিত হয় ?

ⓐ ২৬ আগস্ট
ⓑ ২৭ আগস্ট
ⓒ ২৮ আগস্ট
ⓓ ২৯ আগস্ট

6➤ শুমাং লীলা ঐতিহ্যবাহী উৎসব কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় ?

ⓐ সিকিম
ⓑ মনিপুর
ⓒ আসাম
ⓓ অন্ধপ্রদেশ

7➤ সম্প্রতি প্রয়াত অভিজিৎ সেন কে ছিলেন ?

ⓐ অর্থনীতিবিদ
ⓑ লেখক
ⓒ খাদ্যমন্ত্রী
ⓓ অর্থমন্ত্রী

8➤ ভারত সরকারের প্রস্তাবিত নদীর টেকসই উন্নয়নের নতুন মডেলের নাম কী ?

ⓐ নমামি ভারত
ⓑ অর্থ গঙ্গা
ⓒ নমামি নদী
ⓓ নদী SDG

9➤ সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নগেন সিং ?

ⓐ থাইল্যান্ড
ⓑ বাংলাদেশ
ⓒ চিন
ⓓ ভিয়েতনাম

10➤ কত তারিখ এবং সাইকেল চালকদের জন্য ৩০০ মি দীর্ঘ 'অটল সেতু' কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ?

ⓐ ছত্রিশগড়
ⓑ গুজরাট
ⓒ আসাম
ⓓ গোয়া


Post a Comment

don't share any link

Previous Post Next Post