August 2022 Monthly Current Affairs in Bengali

August 2022 Monthly Current Affairs in Bengali

আগস্ট, 2022


আজ August 2022 Monthly Current Affairs in Bengali PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া আছে । কারেন্ট অ্যাফেয়ার্স  সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে । 

 আগস্ট 2022 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

 

1. 'কোন রাজ্য বিদ্যা রথ-স্কুল হুইল' প্রকল্প চালু করেছে ?
a) আসাম 
b) মধ্যপ্রদেশ 
c) উড়িষ্যা 
d) কেরালা 

a) আসাম

2. 2021-2022 UEFA'S এর সেরা পুরুষ ফুটবলার হলেন কে ?
a) কেভিন ডি ক্ররেন 
b) থির্বাডট কোর্তোয়া 
c) করিম বেনজেমা 
d) রবার্ট লেভানডোস্কি 

c) করিম বেনজেমা

Note: Karim Benzema ফ্রান্সের একজন ফুটবলার ।বর্তমানে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন ।

3.কোন সীমা পর্যন্ত কৃষি ঋণের জন্য বার্ষিক 1.5 শতাংশ ধার্য করা হয়েছে ?

a) 1 লক্ষ টাকা 
b) 2 লক্ষ টাকা 
c) 3 লক্ষ টাকা 
d) 5 লক্ষ টাকা 

c) 3 লক্ষ টাকা

4. জাতীয় নিরাপত্তা কৌশল (NSS) সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হবে ?
a) পুনে 
b) বিশাখাপত্তম 
c) নিউ দিল্লি 
d) ওড়িশা 


c) নিউ দিল্লি

5.সম্প্রতি 'AIFF Men's Footballer of the year'হয়েছেন ?
a) অনিরুদ্ধ থাপা 
b) বাইচুং ভুটিয়া 
c) সুনীল ছেত্রী 
d) সন্দেশ কিঙ্গান 


c) সুনীল ছেত্রী

note:AIFF female footballer of the Year হলেন Manisha Kalyan

7. সম্প্রতি কয়টি শহর নিজেদেরকে 'সাফাই মিত্র সুরক্ষিত শহর'শহর হিসেবে ঘোষণা করেছে ?

a) 100
b) 250
c) 500
d) 750

c) 500

8. বিশ্বে কোন দেশের বিজ্ঞানীরা সবথেকে টেকসই হাইড্রোজেন ফুয়েল সেল তৈরি করেছেন ?
a) USA
b) রাশিয়া 
c) হংকং 
d) ইসরায়েল

c) হংকং

Note: হংকং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি বিজ্ঞানীরা একটি নতুন হাইড্রোজেন ফুয়েল সেল তৈরি করেছেন ।

9.গুগলের সহযোগিতায় পরিবহন নির্গমন ডাটা প্রকাশকারী প্রথম ভারতীয় শহর কোনটি ?
a) পুনে 
b) চেন্নাই 
c) ঔরঙ্গবাদ 
d) আগরতলা 


b) চেন্নাই

10.সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়া 'বজ্র প্রহর 2022' কোথায় শুরু হয়েছে ?
a) সিকিম 
b) তামিলনাড়ু 
c) হিমাচল প্রদেশ 
d) রাজস্থান 

c) হিমাচল প্রদেশ

11.প্রতিবছর কোন তারিখে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় ?
a) ৬ ই আগস্ট 
b) ১০ ই আগস্ট
c) ১২ ই আগস্ট
d) ১১ই আগস্ট

c) ১২ ই আগস্ট

12.ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কে সম্প্রতি শপথবাক্য পাঠ করালেন ?
a) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 
b) রাষ্ট্রপতি 
c) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর 
d) প্রাক্তন উপরাষ্ট্রপতি 

b) রাষ্ট্রপতি

13.সম্প্রতি বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুন তৈরি করেছেন কোন দেশের বিজ্ঞানীরা ?
a) রাশিয়া 
b) মার্কিন যুক্তরাষ্ট্র 
c) ইজরাইল 
d) ফ্রান্স 


c) ইজরাইল

14.প্রথম ভারতীয় হিসাবে নিম্নের কে বিশ্বে আন্ডার টুয়েন্টি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ দুটি পদক জিতেছেন ?
a) রূপল চৌধুরী 
b) শরথ কমল 
c) লক্ষ্য সেন 
d) নিখাত জারিন 


a) রূপল চৌধুরী

15.সম্প্রতি প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হয়েছে কোথায় ?
a) কর্ণাটক 
b) কেরল 
c) তামিলনাড়ু 
d) তেলেঙ্গানা 


a) কর্ণাটক

16.প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোথায় সম্প্রতি তৃতীয় প্রজন্মের ইথানল প্লান্ট এর সূচনা করেছেন ?
a) রাজস্থান 
b) কেরলা 
c) মহারাষ্ট্র 
d) হরিয়ানা 


d) হরিয়ানা

17.ভগবন্ত মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ?
a) কেরল 
b) উত্তরাখণ্ড 
c) রাজস্থান 
d) পাঞ্জাব


d) পাঞ্জাব

18.সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2021 এর খেতাব জিতলেন কে ?
a) ক্যারোলিন বিলাস্কা 
b) মানসা বারানসী 
c) হারনাজ সান্দু 
d) শ্রী শাইনি 


a) ক্যারোলিন বিলাস্কা

19.বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে কোন দেশ ?
a) ফিনল্যান্ড 
b) ডেনমার্ক 
c) সুইজারল্যান্ড 
d) নরওয়ে 


a) ফিনল্যান্ড

20.সম্প্রতি আইসিসি মেস্ন প্লেয়ার অফ মান্থ জুলাই হলেন ?
a) রোহিত শর্মা 
b) প্রভাত জয়সুরিয়া 
c) সাকিব আল হাসান 
d) বিরাট কোহলি 


b) প্রভাত জয়সুরিয়া

21.প্রতিবছর কোন তারিখে বিশ্ব জৈব জ্বালানি দিবস পালিত হয় ?
a) 6 ই আগস্ট 
b) 10 ই আগস্ট 
c) 9 ই আগস্ট 
d) 11 ই আগস্ট 


b) 10 ই আগস্ট

22.2022 কমনওয়েলথ গেমসে ভারতে মোট পদক সংখ্যা কতো ?
a) ১৯ টি 
b) ২৭ টি  
c) 22 টি  
d) ৬১ টি  


d) ৬১ টি

23.DefExpo এর 12 তম সংকলন নিম্নের কোথায় অনুষ্ঠিত হবে ?
a) লাদাখ 
b) নিউ দিল্লি 
c) গান্ধীনগর 
d) লখনৌ


c) গান্ধীনগর

24.সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার কাকে 'কর্ণাটক রত্ন' পুরস্কার এ ভূষিত করার কথা জানিয়েছে ?
a) চিরঞ্জীবী সারজা 
b) সিদ্ধার্থ শুক্লা 
c) পুনিথ রাজকুমার 
d) সুকান্ত সিং


c) পুনিথ রাজকুমার

25. ভারতের 49 তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
a) এন ভি রমনা 
b) উদায় উমেশ ললিত 
c) সতীশ চন্দ্র শর্মা 
d) প্রকাশ শ্রীবাস্তব 

b) উদায় উমেশ ললিত

Post a Comment

don't share any link

Previous Post Next Post