আলোক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ PDF || Important MCQs of Light Science PDF - BENGALIGKHUB
Join Our Telegram Group

Friday, September 2, 2022

আলোক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ PDF || Important MCQs of Light Science PDF

Important MCQs of Light Science PDF

আলো 


Hello Friends,
আজ আলোক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি । পিডিএফ পেতে সম্পূর্ণ আলোর অধ্যায়টিকে কভার করা হয়েছে । Indian Railway এর পরীক্ষার্থীদের জন্য ভালো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ।এছাড়া অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বারবার আলো থেকে প্রশ্ন এসে থাকে ।


আলোক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ

1➤ যখন একটি সাদা রংয়ের আলো কাছে প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কি ধরনের বর্ণে প্রতিফলিত হয় ?

ⓐ নীল
ⓑ লাল
ⓒ কমলা
ⓓ বেগুনি

2➤ এক ব্যক্তি সমানতরাল আয়নার দিকে 1 মি /সে এগিয়ে আসছে ।তাহলে ঐ ব্যক্তির প্রতিচ্ছবি কত বেগে এগিয়ে আসবে -

ⓐ 1.5 মি /সে
ⓑ 1 মি /সে
ⓒ 2 মি /সে
ⓓ 3 মি /সে

3➤ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ?

ⓐ 4×10^-7 to 8×10^-7
ⓑ 4×10^-7 to 6×10^-7
ⓒ 8×10^-7 to 10×10^-7
ⓓ 4×10^-8 to 10×10^-8

4➤ বাদুড় অন্ধকারে কোনকিছুতে ধাক্কা লেগে উঠতে পারে কারণ -

ⓐ এরা উড়ন্ত স্তন্যপায়ী
ⓑ এদের রাতের দৃষ্টিশক্তি প্রখর
ⓒ এরা নিজেদের তৈরি আল্ট্রাসনিক তরঙ্গের অনুসরণ করে
ⓓ কোন নির্দিষ্ট কারণ নেই

5➤ আলোর প্রতিফলন প্রতিসরণ ইত্যাদি কোন থিওরির দ্বারা ব্যাখ্যা করা যায় ?

ⓐ পার্টিক্যাল থিওরি
ⓑ কোয়ান্টাম থিওরি
ⓒ ওয়েব থিওরি
ⓓ কোনোটিই নয়

6➤ একজন স্বাভাবিক মানুষ সর্বপ্রথম কত নিকট হতে কোন বস্তু স্পষ্ট দেখতে পায় ?

ⓐ 25cm
ⓑ 50cm
ⓒ 80cm
ⓓ 10cm

7➤ সাধারণ আয়নাতে আলোর প্রতিচ্ছবির প্রকৃতি কিরূপ ?

ⓐ অসদ বিম্ব
ⓑ সদ বিম্ব
ⓒ পার্শ্ব পরিবর্তন
ⓓ কোনোটিই নয়

8➤ আকাশ নীল রংয়ের হয় কারণ ?

ⓐ প্রতিফলন
ⓑ প্রতিসরণ
ⓒ বিক্ষেপণ
ⓓ বিচ্ছুরণ

9➤ সাধারণ আয়নাতে বস্তু পার্শ্ব পরিবর্তন আলোর কোন ধর্মের জন্য হয় ?

ⓐ আলোর প্রতিসরণ
ⓑ আলোর প্রতিফলন
ⓒ আলোর ব্যতিচার
ⓓ আলোর বিকরন

10➤ যে প্রাণী মানুষের মতো দৃষ্টি আছে তাহা হল -

ⓐ ছাগল
ⓑ বাদুড়
ⓒ পেঁচা
ⓓ পায়রা

11➤ আতস কাঁচ বা সরল অণুবীক্ষণ গঠন করে -

ⓐ বিবর্ধিত সদবিম্ব
ⓑ বিবর্ধিত অসদবিম্ব
ⓒ বস্তু সমান প্রতিবিম্ব
ⓓ সংকোচিত অসদবিম্ব

12➤ আপতিত রশ্মি এবং প্রতিফলকের মধ্যে কোন 35° হলে প্রতিফলন কোণের মান কত ?

ⓐ 55°
ⓑ 45°
ⓒ 30°
ⓓ 60°

13➤ প্রতিফলক ও বস্তুর মধ্যে দূরত্ব 4 মিটার হলে , বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে ?

ⓐ 4 মিটার
ⓑ 6 মিটার
ⓒ 8 মিটার
ⓓ 2 মিটার

14➤ আপতন কোণ কখন প্রতিফলন কোণের সমান হয় ?

ⓐ সব সময়
ⓑ কখনো কখনো
ⓒ কখনোই না
ⓓ যখন আপতিত রশ্মি 90°কোনে আবর্তিত হয়

15➤ যখন আপাতন কোন দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান -

ⓐ 0°
ⓑ 90°
ⓒ 45°
ⓓ 60°

16➤ সমতল দর্পণ ও আপতিত রশ্মির মধ্যে উৎপন্ন কোণের মান 30°। আপতিত ও প্রতিফলিত রশ্মি উৎপন্ন কোণের মান কত ?

ⓐ 90°
ⓑ 30°
ⓒ 60°
ⓓ 120°

17➤ সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব হলো -

ⓐ অসদ বিম্ব
ⓑ সদ বিম্ব
ⓒ প্রকৃত বস্তু অপেক্ষা ছোট
ⓓ লম্ব ভাবে উল্টো

18➤ সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় ।কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা -

ⓐ সম্পূর্ণ শোষণ করে
ⓑ সম্পূর্ণ প্রতিফলিত করে
ⓒ প্রতিসরিত করে
ⓓ বিক্ষিপ্ত ভাবে প্রতিফলিত করে

19➤ সমতল দর্পণ এবং আপতিত রশ্মি মধ্যে পণ্যের মান 90°।তাহলে প্রতিফলন কোণের মান কত হবে ?

ⓐ 90°
ⓑ 60°
ⓒ 30°
ⓓ 0°

20➤ একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের-

ⓐ দ্বিগুণ
ⓑ অর্ধেক
ⓒ সমান
ⓓ চার গুণ

21➤ মোটর গাড়ির ভিউফাইন্ডারটি হল একটি -

ⓐ সমতল দর্পণ
ⓑ অবতল দর্পণ
ⓒ উত্তল দর্পণ
ⓓ উত্তল লেন্স

22➤ যদি একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20cm হয় তাহলে ফোকাল লেন্থ কত হবে ?

ⓐ 10cm
ⓑ 20cm
ⓒ 40cm
ⓓ 30cm

23➤ কোন ধরনের দর্পণ এ আলোকরশ্মি গুচ্ছ অভিসারী হয় ?

ⓐ উত্তল দর্পণ
ⓑ অবতল দর্পণ
ⓒ সিনেমার পর্দা
ⓓ সমতল দর্পণ

24➤ একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবথেকে কম দূরত্ব হলো -

ⓐ 4f থেকে বেশি
ⓑ 4f থেকে কম
ⓒ 2f এর সমান
ⓓ 4f সমান

25➤ প্রতিফলিত আলোকরশ্মি কখন ফোকাসে মধ্য দিয়ে প্রতিফলিত হয় ?

ⓐ প্রধান অক্ষের সঙ্গে যখন সমান্তরালে আপতিত হয়
ⓑ যখন এটি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আবর্তিত হয়
ⓒ যখন ফোকাসের মধ্য দিয়ে গিয়ে আপতিত হয়
ⓓ যখন মেরুতে গিয়ে আপতিত হয়

26➤ অপটিক্যাল ফাইবার কার্যনীতি হল -

ⓐ প্রতিসরণ
ⓑ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
ⓒ বিক্ষেপণ
ⓓ প্রতিফলন

27➤ লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ :

ⓐ রক্তের রং লাল
ⓑ বাতাসের অনুর লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
ⓒ লালন সহজলভ্য
ⓓ লাল রং চোখের ক্ষেত্রে সুখকর

28➤ প্রতিফলিত আলোকরশ্মি কখন কেন্দ্রের মধ্যে প্রতিফলিত হয় ?

ⓐ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়
ⓑ যখন বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আবর্তিত হয়
ⓒ যখন মেরুতে আবর্তিত হয়
ⓓ যখন প্রকাশের মধ্য দিয়ে আপতিত হয়

29➤ ছায়া উৎপত্তি প্রমাণ করে যে-

ⓐ আলোর অপবর্তন ঘটেছে
ⓑ আলো সরল রেখায় চলে
ⓒ আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
ⓓ আলো এক প্রকার কণিকা

30➤ অবতল দর্পণের কখন অসদ প্রতিবিম্ব গঠিত হয় ?

ⓐ ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে
ⓑ অবতল দর্পণের ফোকাস বিন্দুতে
ⓒ অবতল দর্পণে কেন্দ্রে
ⓓ ফোকাস ও কেন্দ্রের মাঝে

No comments:

Post a Comment

don't share any link