পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদীর তালিকা PDF || Important Rivers of West Bengal PDF

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদীর তালিকা PDF

পশ্চিমবঙ্গের নদনদী 

Dear Friends,
আজ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদীর তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গের সকল গুরুত্বপূর্ণ নদনদী ও তাদের উৎপত্তি স্থল এবং পতনস্থল দেওয়া আছে । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের নদনদী একটি গুরুত্বপূর্ণ বিষয় । এখান থেকে যে ধরনের প্রশ্ন গুলি এসে থাকে সেগুলো হলো : কুমারী নদী কোন নদীর উপনদী ? দামোদর নদীর উৎপত্তিস্থল ?


পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদীর তালিকা



নদনদী উৎপত্তিস্থল পতনস্থল উপনদী
তিস্তা সিকিমের জেমু হিমবাহ বাংলাদেশের যমুনা নদী রঙ্গিত
মহানন্দা কার্শিয়াং-এর উত্তরে মহালদিরাম নামক পার্বত্য অঞ্চল বাংলাদেশের পদ্মা নদী রত্না, কংকাই, মেচি, বালাসন
জলঢাকা সিকিম-ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল (বিদ্যাং হ্রদ ) বাংলাদেশের যমুনা নদী ধরলা, গিরিধারী, ডায়না, ডোলং
তোর্সা তিব্বতের চুম্বি উপত্যকা জলঢাকা নদী মালেঙ্গি, বেলা, সুনজাই
কলজানি ডিমা বক্সা পাহাড় ও আলাইকুড়ি ভুটান পাহাড় বাংলাদেশের সংকোশ নদীতে মিশে ব্রহ্মপুত্রে পড়েছে গদাধর চেকো, নেনাই
রায়ডাক চোমোলহরি পর্বত ব্রহ্মপুত্র নদ দীপা
গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ মুর্শিদাবাদ থেকে নদীয়া পর্যন্ত গঙ্গার নাম ভাগিরতি এবং নদীয়া থেকে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ পর্যন্ত নাম হুগলি নদী দামোদর, রূপনারায়ন, ময়ূরাক্ষী , কংসাবতী, অজয়
দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় ভাগীরথী-হুগলি নদীতে বরাকর, কোনার, বোকারো, আয়ার
সুবর্ণরেখা পালামৌ জেলার টোরির কাছে বঙ্গোপসাগর শঙ্খ, সাপুলিনালা, রূপাই
কংসাবতী অযোধ্যা পাহাড় সংলগ্ন খাবর বন পাহাড় হুগলি নদীতে কুমারী
অজয় ছোটনাগপুর মালভূমি ভাগিরথী (কাটোয়াতে) কুনুর, হিংলা, তুমুনি
ময়ূরাক্ষী বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় ভাগীরথী নদীতে পুশকানি
রূপনারায়ন পশ্চিমের মালভূমি অঞ্চল (তিলাবনি পাহাড় ) হুগলি নদীতে মুন্ডেশ্বরী
হলদি পূর্ব মেদিনীপুরের ময়নার নারিকেলদার কাছে কেলেঘাই নদীর সঙ্গে যুক্ত হয় ভাগিরথী

-

File Details::

File Name : পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদীর তালিকা

File Format : PDF

No. of Pages : 2

Click Here to Download

Post a Comment

don't share any link

Previous Post Next Post