স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা তালিকা PDF || First Cabinet of India

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা তালিকা PDF

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা

Dear Friends,
আজ স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার তালিকা PDF টি  আপনাদের সঙ্গে শেয়ার করছি , যেটিতে স্বাধীন ভারতে গঠিত প্রথম মন্ত্রিসভার তালিকা দেওয়া হয়েছে । সাধারণ জ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে । যেমন : স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ? যোগেন্দ্রনাথ মণ্ডল স্বাধীন ভারতের কি মন্ত্রী ছিলেন ? স্বাধীন রতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন ?
 

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা


মন্ত্রীর নাম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক
জহরলাল নেহেরু পররাষ্ট্র
সরদার বল্লভ ভাই প্যাটেল স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার
ডঃ রাজেন্দ্র প্রসাদ খাদ্য ও কৃষি
ডঃ জণ মাথাই শিল্প ও সরবরাহ
জগজীবন রাম শ্রম
সর্দার বলদেভ সিং প্রতিরক্ষা
সি এইচ ভাবা খনি ও শক্তি
লিয়াৎ আলি খান অর্থ
আবদুর রব নিস্তার ডাক ও বিমান
অসফ আলি রেল ও পরিবহন
সি রাজাগোপালাচারী শিক্ষা ও চারুকলা
আই আই চুন্দ্রিগর বাণিজ্য
গজনফর আলি খান স্বাস্থ্য
যোগেন্দ্রনাথ মণ্ডল আইন
আর কে সম্মুখম চেট্টি অর্থ
ডঃ বি আর আম্বেদকর আইন
রাজকুমারী অমৃত কাউর স্বাস্থ্য

File Details::
File Name : স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা 
File Format : PDF
No. of Pages : 2


Post a Comment

don't share any link

Previous Post Next Post