খেলা সংক্রান্ত জিকে || Sports Related Bengali General Knowledge - BENGALIGKHUB
Join Our Telegram Group

Saturday, February 25, 2023

খেলা সংক্রান্ত জিকে || Sports Related Bengali General Knowledge

 খেলাধুলা সংক্রান্ত G K || Sports Related Bengali General Knowledge

নমস্কার বন্ধুরা ,

আমাদের আজকের আয়োজন খেলাধুলা সংক্রান্ত G K । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় খেলাধুলা সংক্রান্ত GK গুরুত্বপূর্ণ বিষয়  । সকল সরকারি চাকরির পরীক্ষায় খেলা সংক্রান্ত GK থেকে কম-বেশি দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে  ।

খেলাধুলা সংক্রান্ত G K
খেলাধুলা সংক্রান্ত G K

Football

  • ১৮৬৩ সালে ইংল্যান্ডে প্রথম ফুটবল খেলার জন্ম হয়। তবে অনেকে মনে করেন আড়াই থেকে তিন হাজার বছর পূর্বে প্রচলিত ছিল ।

  • টোটাল ফুটবলে জনক - জ্যাক রেনল্ডস।

  • ফুটবল মাঠ আয়তাকার এবং দৈর্ঘ্যে-প্রস্থে তার মাপ ৯০-১১০ মিটার × ৪৫-৯০ মিটার।

  • গোলপোস্টের উচ্চতা ২.৪৪ মিটার।

  • ভারতীয় ফুটবলের জনক - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী (জন্ম: ২৭ আগস্ট ১৮৬৯ —মৃত্যু: ১৭ জানুয়ারি ১৯৪০) ।

  • দিয়াগো ম্যারাডোনাকে ফুটবলের যাদুকর বলা হয়।

  •  সৈয়দ আবদুস সামাদ কে ভারতীয় উপমহাদেশে ফুটবলের জাদুকর বলা হয় ।

  • ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম ফুটবল অনুষ্ঠিত হয় ।

  • ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।


ফুটবল সম্পর্কিত গুরুত্বপূর্ণ GK


1. ‘ড্রিবল’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

  1. ফুটবল 

  2. হকি 

  3. ষাঁড়ের লড়াই 

  4. টেবিল টেনিস 


উত্তর : ফুটবল 


2. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ফুটবল 

  2. বাস্কেটবল 

  3. ক্রিকেট 

  4. ব্যাডমিন্টন 


উত্তর : ফুটবল 


3. ডুরান্ড কাপ নিচের কোন খেলায় সাথে যুক্ত ?

  1. ফুটবল 

  2. পোলো 

  3. ঘোড়ার দৌড় 

  4. বোট রেসিং 

উত্তর : ফুটবল 


4. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. ফুটবল 

  2. ব্যাডমিন্টন 

  3. ক্রিকেট 

  4. হকি 


উত্তর : ফুটবল 


5. বান্দোদাকার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ক্রিকেট 

  2. টেবিল টেনিস 

  3. বাস্কেটবল 

  4. ফুটবল 


উত্তর : ফুটবল 


6. মেরডেকা কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. ওয়েট লিফটিং 

  2. টেবিল টেনিস 

  3. ঘোড়ার দৌড় 

  4. ফুটবল 


উত্তর : ফুটবল 


7. কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ফুটবল 

  2. টেবিল টেনিস 

  3. ব্যাডমিন্টন 

  4. ভলিবল  


উত্তর : ফুটবল 


8. সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. হকি 

  2. ভলিবল 

  3. ওয়েট লিফটিং 

  4. ফুটবল 


উত্তর : ফুটবল 


9. জুলস রিমেট ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. ফুটবল 

  2. ঘোড়ার দৌড় 

  3. টেবিল টেনিস 

  4. ব্যাডমিন্টন 


উত্তর : ফুটবল 


10. ভিট্টল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. দাবা 

  2. ওয়েট লিপটিং 

  3. বোট রেসিং 

  4. ফুটবল

 

উত্তর : ফুটবল 


11. বি সি রাজ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. ফুটবল 

  2. ভলিবল 

  3. ব্যাডমিন্ট 

  4. টেবিল টেনিস

 

উত্তর : ফুটবল 


Cricket

  • ক্রিকেট খেলার জন্ম মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ড।

  • 1844 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ।

  • প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 1877 ।

  • ওয়ানডে ক্রিকেট শুরু হয় - 1971 সালের 5ই জানুয়ারী ।

  • বাংলা ক্রিকেটের জনক - সারদারঞ্জন রায়চৌধুরী ।

  • 2003 সালে ইংল্যান্ডে প্রথম T20 ক্রিকেট ম্যাচের সূচনা হয় । 

  • 2007 সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয় লাভ করে ।

  • প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - 1975 সালে ।

  • ১৯৮৩ সালে প্রথমবার ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে ।

  • ক্রিকেট পিচের দৈঘ্য - 22 গজ ।

ক্রিকেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ GK


1. এল বি ডব্লিউ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3. ক্রিকেট 

  4. বক্সিং


উত্তর : ক্রিকেট 


2. “ফলো অন” কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ক্রিকেট 

  3. ফুটবল 

  4. বক্সিং


উত্তর : ক্রিকেট 


3. বিজয় মর্চেন্ট ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ফুটবল 

  2. ক্রিকেট 

  3. ভলিবল 

  4. বাস্কেটবল 

উত্তর : ক্রিকেট 


4. দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ক্রিকেট 

  3. ব্যাডমিন্টন 

  4. টেবিল টেনিস 


উত্তর : ক্রিকেট 


5. উইলস কাপ নিচের কোন খেলার যুক্ত ?

  1. ফুটবল 

  2. ক্রিকেট  

  3. বাস্কেটবল 

  4. টেবিল টেনিস 


উত্তর : ক্রিকেট 


6. 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?

  1. ভারত 

  2. বাংলাদেশ 

  3. শ্রীলংকা 

  4. ইংল্যান্ড 


উত্তর : ক্রিকেট 


7. ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা কত ?

  1. 26 ইঞ্চি 

  2. 24 ইঞ্চি 

  3. 28 ইঞ্চি 

  4. 30 ইঞ্চি 


উত্তর : 28 ইঞ্চি


8. ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত ?

  1. 36 ইঞ্চি

  2. 28 ইঞ্চি

  3. 38 ইঞ্চি

  4. 32 ইঞ্চি


উত্তর : 38 ইঞ্চি


9. প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল ?

  1. ওয়েস্ট ইন্ডিজ 

  2. নিউজিল্যান্ড 

  3. ইংল্যান্ড 

  4. ভারত 


উত্তর : ওয়েস্ট ইন্ডিজ 


10. প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ?

  1. 1973

  2. 1975

  3. 1971

  4. 1983


উত্তর : 1973


11. ক্রিকেটের পূর্বের নাম কি ছিল ?

  1. ক্লাব বল খেলা 

  2. টেনিস বল 

  3. ব্যাট বল খেলা 

  4. ক্লাব টুর্নামেন্ট খেলা 


উত্তর : ক্লাব বল খেলা 


12. সি কে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. ক্রিকেট 

  2. ব্যাডমিন্টন 

  3. দাবা 

  4. বাস্কেটবল 


উত্তর : ক্রিকেট 


13. টাইটান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. ফুটবল 

  2. ক্রিকেট 

  3. ওয়েট লিফটিং 

  4. ঘোড়ার দৌড় 


উত্তর : ক্রিকেট 


14. সাহারা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. বাস্কেটবল 

  2. দাবা 

  3. ব্যাডমিন্টন 

  4. ক্রিকেট 


উত্তর : ক্রিকেট 


15. রথম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ক্রিকেট 

  2. বোট রেসিং 

  3. ফুটবল 

  4. হাডুডু 


উত্তর : ক্রিকেট 


16. জহরলাল নেহেরু কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. টেবিল টেনিস 

  2. বাস্কেটবল 

  3. ওয়েট লিপটিং 

  4. ক্রিকেট 


উত্তর : ক্রিকেট 

Hockey

1. পেনাল্টি কর্নার কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল

  3. ক্রিকেট 

  4. ববক্সিং 


উত্তর : হকি 


2. লেডি রতন টাটা ট্রফি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ব্যাডমিন্টন 

  2. ফুটবল 

  3. ক্রিকেট 

  4. হকি 


উত্তর : হকি


3. ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ? 

  1. হকি

  2. ফুটবল 

  3. টেনিস 

  4. ক্রিকেট 


উত্তর : হকি


4. বম্বে গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?

  1. ব্যাডমিন্টন 

  2. ফুটবল

  3. হকি

  4. ক্রিকেট


উত্তর : হকি


 5. মহারাজা রঞ্জিত সিং গল্ড কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3. ক্রিকেট 

  4. ওয়াটার পোলো  


উত্তর : হকি


6. আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. ক্রিকেট 

  2. ফুটবল 

  3. বাস্কেটবল 

  4. হকি 


উত্তর : হকি


7. সিন্ধিয়া গোল্ড কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. হকি 

  2. ব্যাডমিন্টন 

  3. টেবিল টেনিস 

  4. ফুটবল 


উত্তর : হকি


8. নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ক্রিকেট 

  3. ভলিবল 

  4. দাবা 


উত্তর : হকি

Chess(দাবা)

1. ‘চেকমেট’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ফুটবল 

  2. দাবা 

  3. হকি 

  4. ষাড়ের লড়াই 


উত্তর : দাবা 


2. “গ্রান্ডমাস্টার” কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. পোলো 

  2. দাবা 

  3. গল্ফ 

  4. ভলিবল

উত্তর : দাবা  


Golf(গল্ফ)

1. ‘টি’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. পোলো 

  2. দাবা 

  3. গল্ফ  

  4. ভলিবল  


উত্তর :গল্ফ


2. “বুগি “ কথাটি কোন খেলার সাথে যুক্ত ? 

  1. পোলো 

  2. দাবা 

  3. গল্ফ 

  4. ভলিবল 


উত্তর :গল্ফ


3. কানাডা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. গল্ফ 

  2. ব্যাডমিন্টন 

  3. টেবিল টেনিস 

  4. হোয়াট লিফটিং 


উত্তর :গল্ফ


4. অগাস্টা মাস্টার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ক্রিকেট 

  3. গল্ফ 

  4. টেবিল টেনিস 


উত্তর :গল্ফ


5. ব্রিটিশ ওপেন ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. গল্ফ

  2. ব্যাডমিন্টন 

  3. টেনিস 

  4. সুইমিং 


উত্তর :গল্ফ


অন্যান্য 

1. জকি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ঘোড়ার দৌড় 

  2. বেসবল 

  3. রাখবি 

  4. ভলিবল 


উত্তর : ঘোড়ার দৌড় 


2. বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে?

  1. আমেরিকা 

  2. ভারত

  3. ইংল্যান্ড 

  4. অস্ট্রেলিয়া


উত্তর : আমেরিকা


3. জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3. ক্রিকেট 

  4. বক্সিং


উত্তর : বক্সিং


4. নকআউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3. ক্রিকেট 

  4. বক্সিং


উত্তর : বক্সিং


5. কক্স কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3. বাস্কেটবল 

  4. বোটিং 


উত্তর : বোটিং


6. অলিম্পিকের মধ্য ৫ টি রিং এর মধ্য কোনটি ইউরোপের পরিচয় বহন করে ?

  1. হলুদ 

  2. সাদা 

  3. লাল 

  4. নীল 


উত্তর : নীল 


7. পৃথ্বী সিং কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ক্রিকেট 

  2. ফুটবল 

  3. বাস্কেটবল 

  4. পোলো 


উত্তর : পোলো 


8. উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. ফুটবল 

  2. ক্রিকেট 

  3. পোলো 

  4. ব্যাডমিন্টন 


উত্তর : পোলো


9. রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. হকি 

  2. ফুটবল 

  3.  টেনিস

  4. ব্যাডমিন্টন


উত্তর :  টেনিস


10. র্বধমান ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?

  1. হকি 

  2. ওয়েট লিফটিং 

  3. ফুটবল 

  4. বাস্কেটবল 


উত্তর : ওয়েট লিফটিং


11. রামনিবাস রুইয়া চ্যালেঞ্জ গোন্ড ট্রফি কোন খেলার সাথে জড়িত ?

  1. ব্রিজ 

  2. টেনিস 

  3. পোলো 

  4. দাবা 


উত্তর : ব্রিজ 


12. অমৃত দিওয়ান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. টেবিল টেনিস 

  2. ব্যাডমিন্টন 

  3. ফুটবল 

  4. ওয়েট লিফটিং 


উত্তর : ব্যাডমিন্টন


13. চাড্ডা কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. ব্যাডমিন্টন 

  2. টেবিল টেনিস 

  3. ঘোড়ার দৌড়  

  4. ফুটবল 


উত্তর : ব্যাডমিন্টন


14. সোফিয়া কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  1. ওয়েট লিফটিং 

  2. বাস্কেটবল 

  3. ব্যাডমিন্টন 

  4. টেবিল টেনিস 


উত্তর : ব্যাডমিন্টন


15. সোথলিং কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

  1. ব্যাডমিন্টন 

  2. টেবিল টেনিস 

  3. ওয়েট লিফটিং 

  4. ভলিবল 

উত্তর :  টেবিল টেনিস 


File Details:

File Name: Sports GK in Bengali

File Format : PDF

No. of Pages : 5


Click Here to Download

No comments:

Post a Comment

don't share any link