ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা তালিকা PDF || Important Valley in India

ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ও তাদের অবস্থানে তালিকা pdf 

ভারতের গুরুত্বপূর্ণ  উপত্যকা তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ  উপত্যকা তালিকা

নমস্কার বন্ধুরা ,

আজ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপত্যকার তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটিতে ভারতের উল্লেখযোগ্য ও তাদের অবস্থান দেওয়া আছে । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ভূগোল ও সাধারণ জ্ঞানের অংশ হিসেবে এখান থেকে বারবার প্রশ্ন এসে থাকে । নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপত্যকার তালিকা PDF সংগ্রহ করুন । সরদার সরোবর প্রকল্প টি কোন নদীর উপত্যকায় অবস্থিত?-নর্মদা । নেপালের উপত্যকাকে কি বলে?-কাঠমন্ডুকে নেপালের উপত্যকায় বলা হয় । বরাক উপত্যকার কোথায় অবস্থিত ?-আসাম । ঝুলন্ত উপত্যকা কোথায় দেখতে পাওয়া যায় ?-গাড়োয়াল হিমালয়ের। ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত?-কর্ণাটক। সাইলেন্ট ভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত ?-কেরলা ।


ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা


উপত্যকার নাম অবস্থান
দামোদর উপত্যকা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
আরাকু উপত্যকা অন্ধপ্রদেশ
দুন উপত্যকা উত্তরাখণ্ড
থাইল্যান্ড ভ্যালি উপত্যকা কেরালা
চুম্বি উপত্যকা তিব্বত, ভুটান ও সিকিম সীমান্তে
নেওরা ভ্যালি উপত্যকা পশ্চিমবঙ্গ
কাংরা ভ্যালি উপাদক হিমাচল প্রদেশ
ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড
পাত্রাতু উপত্যকা ঝাড়খন্ড ইয়ামথাং
ইয়ামথাং ভ্যালি সিকিম
ডিবং উপত্যকা অরুণাচল প্রদেশ
জানস্কর ভ্যালি লাদাখ
জুকো উপত্যকা নাগাল্যান্ড
নীলম ভ্যালি পাকিস্তান অধিকৃত কাশ্মীর
জোহার উপত্যকা তামিলনাড়ু
তির্থান ভ্যালি হিমাচল প্রদেশ
লাহুল উপত্যকা হিমাচল প্রদেশ
পার্বতী উপত্যকা হিমাচল প্রদেশ
কুলু উপত্যকা হিমাচল প্রদেশ
স্পিতি উপত্যকা হিমাচল প্রদেশ
বারাক উপত্যকা আসাম
জিরো উপত্যকা অরুণাচল প্রদেশ


File Details:

File Name: ভারতের গুরুত্বপূর্ণ  উপত্যকা তালিকা

File Format: PDF

No. of Pages: 2

Click Here to Download

Post a Comment

don't share any link

Previous Post Next Post