জীববিদ্যার বিভিন্ন শাখার জনক তালিকা PDF || Father of Various Branches of Biology

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক তালিকা PDF - Father of Various Branches of Biology

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক

Hello Friends,
আজ  জীববিদ্যার বিভিন্ন শাখার জনক তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে তোমরা 40+ জীববিদ্যার বিভিন্ন শাখার জনকের নাম পেয়ে যাবেন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য জীববিদ্যার বিভিন্ন শাখার জনক একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন এসে থাকে। যেমন - জীবাণু তত্ত্বের জনক কে ? DNA ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন ? মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন ?

বিজ্ঞানীর নাম অবদান
অ্যারিস্টট্ল জীববিদ্যার জনক, সর্বপ্রথম প্রাণিবিজ্ঞানকে বিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন। হিস্টোরিয়া অ্যানিমেলিয়া -তার বিখ্যাত গ্রন্থ।
থিওফ্রাসস্টাস উদ্ভিদবিজ্ঞানের জনক, প্রায় 500 প্রজাতির উদ্ভিদ সনাক্তকরণ ও বর্ণনা করেন। তার বিখ্যাত গ্রন্থটি হল- On the Causes of Plants, Enquiry into Plants।
রবার্ট হুক কোশবিদ্যার জনক, নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কোষ আবিষ্কার করেন। তার বিখ্যাত গ্রন্থ-মাইক্রোগ্রাফিয়া।
যোসেফ প্রিস্টলে অক্সিজেন আবিষ্কার করেন।
ক্যারোলাস লিনিয়াস প্রাণিবিদ্যার জনক । তার বিখ্যাত গ্রন্থ হল- Systema Nature, Species Plantarum।
এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ।
এ এল ল্যাঁভয়সিয়ে প্রাণীদেহে শ্বসনের প্রকৃতি বর্ণনা করো ।
ল্যামার্ক অভিব্যক্তি সংক্রান্ত অঙ্গের 'ব্যবহার ও অপব্যবহার সূত্র' এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন মতবাদের প্রবক্তা ।
চার্লস ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত প্রাকৃতিক নির্বাচনবাদ, এবং অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদের প্রবক্তা ।
উইলিয়াম হার্ভে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যাখ্যা দেন।
স্লেইডেন ও সোহান কোশ মতবাদের প্রবক্তা।
হারবার্ট স্পেনসার 1864 খ্রিস্টাব্দে যোগ্যতমের উদবর্তন মতবাদের প্রবক্তা।
জোহান মেন্ডেল 1866 খিষ্টাব্দে বংশগতিবিদ্যা সংক্রান্ত সূত্রের প্রবর্তন করেন।
ডিকসন ও জলি রসের উৎস্রোত সম্পর্কিত প্রস্বেদন টান ও জলের সমসংযোগ মতবাদ প্রকাশ করেন।
অগাস্ট ভাইসম্যান জার্মপ্লাজম মতবাদ এর প্রবক্তা।
হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা (1886)।
আর্নেস্ট হেকেল জীবজনি সূত্র বা বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা ।
কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন (1900)।
ডব্লিউ এইনথোভেন ECG আবিষ্কার করেন ও ECG পদ্ধতি ব্যাখ্যা দেন (1903)।
বেলিস ও স্টারলিং হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন (1905)।
এফ এফ ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষের দুটি দশা (আলো অন্ধকার দশা ) আবিষ্কার করেন ।
মরগ্যান ড্রসোফিলা মাছিতে সেক্স লিংকেজ আবিষ্কার করেন।
ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন নামকরণ করেন ।
বানটিং ও বেস্ট ইনসুলিন হরমোন আবিষ্কার করেন (1922)।
জগদীশচন্দ্র বোস রসের উৎস্রোত সম্পর্কিত ভাইটালিস্টিক মতামত প্রবর্তন করেন।
আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন (1928)।
ইরহেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ।
রবিন হিল সালোকসংশ্লেষকালে ফটোলাইসিস পর্যবেক্ষণ করেন ও হিল বিক্রিয়া আবিষ্কার করেন ।
নল ও রুসকা প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন (1931)
হ্যানস ক্রেবস শ্বসনের TCA চক্র বা ক্রেবস চক্র আবিষ্কার করেন ।
ওয়াটসন ও ক্রিক DNA অনুর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন।
মেলভিন কেলভিন ক্লোরেল্লা নামক শৈবাল এর ক্যালভিন চক্র পর্যবেক্ষণ করেন।
রবার্টসন কোষের এক পর্দা আবিষ্কার করেন ।
হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড প্রবর্তন করেন ।
সিঙ্গার ও নিকেলসন কোশ পর্দার ফ্লুইড মোজাইক নকশা আবিষ্কার করেন ।
রবার্ট ব্রাউন অর্কিড গাছের মূলের কোশে প্রথম নিউক্লিয়াস লক্ষ করেন এবং নামকরণ করেন।
বোভেরি ও ফ্লেমিং মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বর্ণনা করেন ।
লুই পাস্তুর পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন।
আলেক জেফরি DNA ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি আবিষ্কার করেন ।
রবার্ট কক জীবনতত্ত্বের জনক ।
চরক আয়ুর্বেদের জনক ।
শুশ্রুত ভারতীয় শল্যচিকিৎসার জনক।
ডাব্লিউ এম স্ট্যানলি ভাইরাস তত্ত্বের জনক ।

File Details::

File Name : জীববিদ্যার বিভিন্ন শাখার জনক

File Format : PDF

No. of Pages :2

Click Here to Download


Post a Comment

don't share any link

Previous Post Next Post