বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও যন্ত্রের আবিষ্কর্তা তালিকা PDF

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও যন্ত্রের আবিষ্কর্তা তালিকা PDF

সূত্র ও যন্ত্রের আবিষ্কর্তা

Dear Friens,
আজ বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও যন্ত্রের আবিষ্কর্তা তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বিভিন্ন প্রকার সূত্র এবং  যন্ত্রের আবিষ্কর্তা দের নাম দেওয়া হল ।বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও যন্ত্র থেকে বারবার প্রশ্ন এসে থাকে । যেমন : পদার্থের স্থিতিস্থাপকতা সূত্রের আবিষ্কারক কে ? ট্রানজিস্টার কে আবিষ্কার করেন ? ভারতীয় বিজ্ঞানী মেঘনাথ সাহা কি আবিষ্কার করেন ?

বৈজ্ঞানিক সূত্র ও যন্ত্রের আবিষ্কর্তা তালিকা


সূত্র/আবিষ্কার প্রবক্তা/আবিষ্কারক
তড়িৎচুম্বকীয় তত্ত্ব মাইকেল ফ্যারাডে
তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া ওরস্টেড
তেজস্ক্রিয়তা বেকারেল
এক্স-রশ্মি রন্টজেন
প্লাবতা ধারণা ও পরিমাপ আর্কিমিডিস
তড়িৎ চুম্বকত্ব অ্যাম্পিয়ার
থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন মেঘনাথ সাহা
আপেক্ষিকতাবাদ E=mc^2 আলবার্ট আইনস্টাইন
বিভব-প্রভেদ ও প্রবাহমাত্রার সম্পর্ক ওহম
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র হুক
মহাকর্ষ সূত্র, গতিসূত্র নিউটন
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কাল
সরল দোলকের গতি বিষয়ক সূত্র গ্যালিলিও
গ্রহের গতি সংক্রান্ত সূত্র কেপলার
আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র স্নেল
স্থির তড়িৎ এর সূত্র কুলম্ব
ব্যারোমিটার টরিসেলি
বেতার যন্ত্র মার্কনি
স্টিম ইঞ্জিন জেমস ওয়াট
বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন
তড়িৎকোশ আলেসান্দ্রো ভোল্টা
থার্কোমোমিটার ফাইনাইট
ইলেকট্রনের দ্বৈত সত্তা ডি ব্রগলি
কোয়ান্টাম বলবিদ্যা ওয়ার্নার হাইজেনবার্গ
রমন এফেক্ট স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন
ইলেকট্রিক ট্রান্সফর্মার উইলিয়াম স্ট্যানলি
অপবর্জন নীতি পাউলি
ট্রানজিস্টার সকলি,বার্ডেন,ব্রাটেন

File Details::
File Name : বিভিন্ন বৈজ্ঞানিক সত্য ও যন্ত্রের আবিষ্কর্তা 
File Format : PDF
No. of Pages : 1


Post a Comment

don't share any link

Previous Post Next Post