Statement and Conclusion Reasoning in Bengali PDF-বিবৃতি ও সিদ্ধান্ত - BENGALIGKHUB
Join Our Telegram Group

Wednesday, June 7, 2023

Statement and Conclusion Reasoning in Bengali PDF-বিবৃতি ও সিদ্ধান্ত

 একটি প্রদত্ত বিবৃতি থেকে সঠিকভাবে যে ধারণার বশবর্তী হওয়া যায় সেটিই হলো সিদ্ধান্ত । এই ধরনের প্রশ্নে একটি অথবা দুটি বিবৃতি দেওয়া থাকে এবং সেই সাথে দুই বা তার অধিক সিদ্ধান্ত দেওয়া থাকে । প্রদত্ত বিবৃতি ভালোভাবে বিবেচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয় ।


1. Statement: Only the good person die in young.(শুধুমাত্র ভালো মানুষ বয়সে মারা যায় )

Conclusion:
(i) কোন ভালো ব্যক্তি বৃদ্ধ বয়সে বাচেঁ না ।

(ii) বৃদ্ধ বয়সে যারা বেঁচে থাকে তারা অবশ্যই খারাপ ।

(A) শুধুমাত্র সিদ্ধান্ত (i) সত্য ।

(B) শুধুমাত্র সিদ্ধান্ত (ii) সত্য ।

(C) সিদ্ধান্ত (i), (ii) সত্য ।

(D) কোন সিদ্ধান্তই সঠিক নয় ।


2. Statement: স্টেডিয়ামে প্রবেশ করার আগে নোটিশ পড়ুন ।

Conclusion:
(i) জনগণ শিক্ষিত ।

(ii) কোন অন্ধ ব্যক্তি স্টেডিয়ামে আসে না ।

(A) শুধুমাত্র সিদ্ধান্ত (i) সত্য ।

(B) শুধুমাত্র সিদ্ধান্ত (ii) সত্য ।

(C) সিদ্ধান্ত (i), (ii) সত্য ।

(D) কোন সিদ্ধান্তই সঠিক নয় । 


3. Statement: ভারত হল বহুভাষাভাষীর দেশ  । ভারতের জাতীয় ভাষা হল হিন্দি ।

Conclusion:
(i) সমস্ত ভারতীয়কে বিভিন্ন ভাষা শেখা উচিত ।

(ii) ভারতবাসী হওয়ার কারণে হিন্দি ভাষা শেখা প্রয়োজন ।

(A) শুধুমাত্র সিদ্ধান্ত (i) সত্য ।

(B) শুধুমাত্র সিদ্ধান্ত (ii) সত্য ।

(C) সিদ্ধান্ত (i), (ii) সত্য ।

(D) কোন সিদ্ধান্তই সঠিক নয় । 


4. Statement: পুষ্টিকর খাদ্য সুস্বাদু ও স্বাস্থ্যের পক্ষে ভালো । মধু হলো পুষ্টিকর ।

Conclusion:
(i) মধু স্বাস্থ্যের পক্ষে ভালো ।

(ii) সুস্বাদু খাদ্য পুষ্টিকর হয় ।

 (A) শুধুমাত্র সিদ্ধান্ত (i) সত্য ।

(B) শুধুমাত্র সিদ্ধান্ত (ii) সত্য ।

(C) সিদ্ধান্ত (i), (ii) সত্য ।

(D) কোন সিদ্ধান্তই সঠিক নয় । 

5. Statement: সূর্য হলো আলোর  উৎস ।

Conclusion:
(i) চাঁদ আলোর রুপছো নয় ।

(ii) আলোর একটি মাত্র উচ্চ আছে ।

  (A) শুধুমাত্র সিদ্ধান্ত (i) সত্য ।

(B) শুধুমাত্র সিদ্ধান্ত (ii) সত্য ।

(C) সিদ্ধান্ত (i), (ii) সত্য ।

(D) কোন সিদ্ধান্তই সঠিক নয় । 

No comments:

Post a Comment

don't share any link