বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF || বর্ডার

আন্তর্জাতিক সীমারেখার গুরুত্ব :

আন্তর্জাতিক সীমারেখা হল দুটি দেশের মধ্যে বিভাজন রেখা যা তাদের সার্বভৌম অঞ্চলগুলিকে সংজ্ঞায়িত করে। আন্তর্জাতিক সীমারেখা উভয় দেশের মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পার্থক্যগুলিকে চিহ্নিত করে। এগুলি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভূ-রাজনৈতিক শক্তির ফল যা আমরা আজ যে বিশ্বে বাস করি তারা তৈরি করেছে।

আন্তর্জাতিক সীমারেখা

নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ।  যেটিতে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা ও যে সকল দেশের মধ্যে অবস্থিত তাদের নাম দেওয়া আছে । সকল প্রকার সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক সীমারেখা একটু অতি গুরুত্বপূর্ণ টপিক । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমপক্ষে এক থেকে দুইটি প্রশ্ন এসে থাকে । যেমন:- লোহিত সাগর কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে ? তিন বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ? 

বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা 


আন্তর্জাতিক সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত
র‌্যাডক্লিপ লাইন ভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইন ভারত ও চিন (1120 কিমি. লম্বা, 1962 সালে অঙ্কিত হয় )
সমব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
গ্রেট চ্যানেল ভারত (আন্দামান-নিকোবর ) ও সুমাত্রা
ম্যাগিনট লাইন ইতালি, জার্মানি ও ফ্রান্স
তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ
ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স
মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা
জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা
পক প্রণালী ভারত ও শ্রীলংকা
লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা
হিনডেন বার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড (1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় )
লাইন অফ কন্ট্রোল (LOC) ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্য
ওডার নাইসে লাইন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে
ম্যাগিনট লাইন জার্মান ও ফ্রান্সের মধ্যে
24 তম প্যারালাল পাকিস্তান ভারত ও পাকিস্তান (কচ্ছের কাছে )
28তম প্যারালাল ভারত ও পাকিস্তান
37তম প্যারালাল ভারত ও মায়ানমার
49তম প্যারালাল (বৃহত্তম ) কানাডাও মার্কিন যুক্তরাষ্ট্র
ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তান
হট লাইন ক্রেমলিন ও হোয়াইট হাউস
ম্যানারহেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড
ডানকান প্যাসেজ সাউথ আন্দামান ও লিটল আন্দামান
8° চ্যানেল ভারত(মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
9° চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ
10° চ্যানেল আন্দামান ও নিকোবর
সাত-এল-আরব ইরান ও ইরাক
কার্জন লাইন পোল্যান্ড ও রাশিয়া
38তম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়া
31তম কেরালা ইরান ও ইরাক
আলপাইন ইতালিও ফ্রান্স
17তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
লাইনো একচুয়াল কন্ট্রোল ভারত ও চীন


বর্ডার ব্যবস্থাপনার সমস্যা :

যাইহোক, আন্তর্জাতিক সীমারেখাও উত্তেজনা এবং সংঘর্ষের কারণ হতে পারে। ভূখণ্ড, সম্পদ এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিরোধের ইতিহাস জুড়ে যুদ্ধ এবং সংঘাতের প্রধান কারণ হয়ে উঠেছে আন্তর্জাতিক সীমারেখা। ভারত, পাকিস্তান ও চীন আন্তর্জাতিক সীমারেখা নিয়ে বারবার যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরায়েল এবং ফিলিস্তানিদের মধ্যে সংঘতে প্রধান কারণ হলো আন্তর্জাতিক সীমারেখা ।

সাম্প্রতিক সময়ে, সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়টি ক্রমবর্ধমান বিতর্কিত বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে অভিবাসনের প্রেক্ষাপটে। বিশ্বজুড়ে দেশগুলি তাদের সীমানা পেরিয়ে অন্য দেশের ভূখণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন নীতি এবং ব্যবস্থা বাস্তবায়ন করেছে।

আন্তর্জাতিক সীমারেখা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমারেখা কে কি বলা হয় ?
উত্তর : তিন বিঘা করিডোর ।। 

2.আন্তর্জাতিক সীমারেখা কি?
উত্তর :আন্তর্জাতিক সীমা বা সীমারেখা হল দুটি বা ততোধিক স্বাধীন দেশকে আলাদা করা সীমাবন্ধন লাইন। এটি প্রাকৃতিক ভাবে হতে পারে, যেমন একটি নদী, পাহাড় বা সমুদ্র দ্বারা পৃথকৃত দুই বা তার বেশি ভূখণ্ড অথবা মানব সৃষ্ট হতে পারে ।

3.আন্তর্জাতিক সীমা বা সীমারেখা কিভাবে নির্ধারিত হয়?
উত্তর : আন্তর্জাতিক সীমা বা সীমারেখা প্রতিষ্ঠার করা হয় দুটি স্বাধীন দেশের মধ্য  সমঝোতা বা চুক্তির মাধ্যমে। এই যুক্তি অনুযায়ী সীমারেখার অবস্থান ও কিভাবে সীমারেখা চিহ্নিত করা হবে তা উল্লেখ করা হয় এবং প্রতিটি দেশ নিজ দায়িত্বে সীমারেখা রক্ষা করবে।

4. 37তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্য দেখতে পাওয়া যায় ?
উত্তর : ভারত ও পাকিস্তান ।

Post a Comment

don't share any link

Previous Post Next Post