বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF || First Women in India

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF

প্রথম ভারতীয় মহিলা
Hello Fiends,
আজ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি । যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম নিযুক্ত মহিলাদের নামের তালিকা দেওয়া আছে । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই অংশ থেকে বারবার প্রশ্ন এসে থাকে । বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা এই অংশ থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলি হল : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?- প্রতিভা প্যাটেল । ভারতের প্রথম মহিলা I. P. S. কে ছিলেন ? ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি ? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নাম কি ? ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন ? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ? ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন ?


প্রথম ভারতীয় মহিলা 

বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলার নাম
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু (১৯৫৬-৫৭)
লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ মিরা কুমার
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরাসাহিব ফাতেমা বিবি
হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চন্ডি
হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয় লক্ষ্মী পন্ডিত
প্রথম মহিলা I. P. S. অফিসার কিরণ বেদী
প্রথম মহিলা I. A. S. অফিসার আন্না জর্জ মালহোত্রা
প্রথম মহিলা ব্যারিস্টার কর্নেলিয়া সোরাবজি
প্রথম মহিলা আইনজীবী রোজিনা গুহ
ভাই এয়ার মার্শাল পি. বন্দোপাধ্যায়
প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি
রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর জে. কে. উদেসি
প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী
প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী অমৃত কাউর
প্রথম মহিলা রাজ্য মন্ত্রী বিজয়লক্ষী পন্ডিত
প্রথম মহিলা বিমান চালক দুর্বা ব্যানার্জি
প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব
ভারতীয় প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা
সাম্মানিক স্নাতক কামিনী রায়
প্রথম মহিলা বাংলা সাহিত্যের উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী
প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি তরু দত্ত
প্রথম মহিলা চিত্রকর সুনয়নী দেবী
প্রথম চলচ্চিত্র অভিনেত্রী কমলাবাই গোকলে
প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন
প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া
প্রথম মহিলা নোবেলের পুরস্কার বিজয়ী মাদার তেরেসা
প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়
প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত
প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী
প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী
প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা
প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল
প্রথম মহিলা প্রতিবন্ধী অরুনিমা সিনহা
প্রথম মহিলা এন্টারটিকা অভিযানকারী মেহের মুস
প্রথম মহিলা দাবায় গ্র্যান্ড মাস্টার সুব্বারমন বিজয় লক্ষী
অলিম্পিকের পদক জয়ী কর্ণম মালেশ্বরি
প্রথম মহিলা ক্রিকেটার দ্বিশত রানের অধিকারী মিতালী রাজ
ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলী
ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২)


File Details:

File Name: প্রথম ভারতীয় মহিলা তালিকা

File Format : PDF

No. of Pages : 2


Click Here to Download

Post a Comment

don't share any link

Previous Post Next Post