ভারতের ভূপ্রকৃতি || Geography of India

Geography of India

ভারতের ভূপ্রকৃতি 


Dear Friends,
আজ ভারতের ভূপ্রকৃতি এর PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি ,যেটিতে ভারতের ভূ-প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য দেওয়া আছে ।বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভারতের ভূ প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান  থেকে এ ধরনের প্রশ্ন গুলি এসে থাকে সেগুলো হলো -ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দ্বীপ দেখা যায় ? ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ? হিমালয় পর্বত শ্রেণী হল কী ?

ভারতের ভূ প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

  • সিয়াচেন হিমবাহ হিমালয় পর্বতমালার পূর্বে কারাকোরাম পর্বত অবস্থিত।

  • ৭৬ কিমি দীর্ঘ, এই হিমাবহ কারাকোরাম এর দীর্ঘতম হিমবাহ এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ।

  • অমীমাংসিত সিয়াচেন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর যুদ্ধ হয় তা সিয়াচেন যুদ্ধ নামে পরিচিত।

  • কারাকোরাম পর্বত এর অন্যান্য উল্লেখযোগ্য হিমবাহ গুলি হল- বালটোরা,বিয়াফো, হিসপার ও রিমো।

  • কুমায়ুন হিমালয়ের  গঙ্গোত্রী (এটি গঙ্গার উৎপত্তিস্থল) কোন একটি হিমাবহ।

  • দার্জিলিং হিমালয়ের জেমু হিমবাহ হল তিস্তার উৎপত্তিস্থল।

  • ব্যারেন দ্বীপ দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি।

  • নারকোনদম  হলো সুপ্ত আগ্নেয়গিরি।

  • লাক্ষাদ্বীপ হল প্রবাল দ্বীপ।

  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো বঙ্গোপসাগরের দ্বীপ।

  • লাক্ষাদ্বীপ ৩৬ টি  দ্বীপ নিয়ে গঠিত।

  • আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা।

  • রাজস্থানের মাউন্টআবুর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর।

  • ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য ৬১০০ কিমি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের উপকূল যোগ করে সমগ্র ভারতের উপকূলের দৈর্ঘ্য ৭৫১৬.৭৬ কিমি।

  • ভারতের উপকূলবর্তী রাজ্য নয়টি। সেগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরলা, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

  • ভারতের দীর্ঘতম উপকূল গুজরাটে অবস্থিত।

  • ভারতের সীমান্তবর্তী জলে বিস্তৃতি ১২ নটিক্যাল মাইল।

  • নীলগিরির উচ্চতম শৃঙ্গ হল দোদাবেতা।

  • পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাড়া।

  • উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পর্বতমালারগুলির ক্রম হল কারাকোরাম, লাদাখ, জাস্কর ও গ্রেটার হিমালয়।

  • হিমালয়ের দক্ষিণ প্রান্তে ছোট ছোট পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত রয়েছে এদের শিবালিক পাহাড় বলে।

  • শিবালিক পর্বতমালার দিদি হলো জম্বু কাশ্মীরের জম্মু ডিভিশন থেকে আসাম পর্যন্ত।

  • পাটকাই রেঞ্জ  ভারতের উত্তর-পূর্ব সীমান্ত থেকে বার্মা পর্যন্ত বিস্তৃত।

  • পাটকাই পর্বতমালায় তিনটি পর্বত অবস্থিত, পাটকাই-বুম, গারো-খাসি-জয়ন্তিয়া, লুসাই পর্বত।

  • ভারতের উপকূলীয় সমভূমি কে তিন ভাগে ভাগ করা যায় (ক )গুজরাট উপকূল সমভূমি (খ )পূর্ব উপকূল সমভূমি (গ )পশ্চিম উপকূল সমভূমি 

  • ওড়িশার মহানদীর মোহনা থেকে অন্ধপ্রদেশের কৃষ্ণানদীর ব-দ্বীপের  পূর্বভাগ  পর্যন্ত বিস্তৃত উপকূলকে উত্তরসরকার উপকূল বলে।

  • কাবেরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অংশ হলো করমন্ডল উপকূল।

  • গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অংশে কোলেরু হ্রদ অবস্থিত।

  • অন্ধপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যবর্তী স্থানে পুলিকট হ্রদ অবস্থিত।

  • মরু অঞ্চলের চলনশীল বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।

  • মরু অঞ্চলে নিচের অংশে লবণাক্ত হ্রদগুলিকে  রান বলে।

  • মধ্য মায়োসিন যুগের প্রথম হিমালয় পর্বতের উত্থানপর্ব শুরু হয়।

  • শিবালিক শ্রেণীর উৎপত্তি হয় সিনোজোয়িক যুগে।

  • আরাবল্লী পর্বত হলো ভারতের সর্ব প্রাচীন ভঙ্গিল পর্বতমালা।

  • ছোটনাগপুর মালভূমি হল ভারতের পূর্ব বঙ্গের মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অবস্থান  ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বিহার ও ছত্রিশগড়।

  • কইবুল লামজাও হল পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান।এটি মনিপুরের লোকটাক হ্রদ এর উপর ভাসমান অবস্থায় রয়েছে।

  • পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত।

  • সেভরয় পাহাড় তামিলনাড়ুতে অবস্থিত।

  • ভারতের সম্পূর্ণ বিভাগের আয়তন 32 লক্ষ বর্গ কিলোমিটার যাহা পৃথিবীর সমস্ত ভূমি ভাগের 2.4 শতাংশ ভূমি অধিকার করেছে


File Details::
File Name: ভারতের ভূপ্রকৃতি 
File Format : PDF
No. of Pages:2

Post a Comment

don't share any link

Previous Post Next Post