ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা PDF || List of diseases caused by Bacteria

List of diseases caused by Bacteria PDF Download || ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা PDF


ব্যাকটেরিয়া ঘটিত রোগ
ব্যাকটেরিয়া ঘটিত রোগ 



Hello Friends,
আজ ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগের নামের তালিকা দেওয়া আছে । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় জীবাণু বিদ্যার অংশহিসেবে এখান থেকে প্রতিবছর প্রশ্ন এসে থাকে ।বিভিন্ন  সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলি হয়ে থাকে, সেগুলো হলো :-মানুষের দেহে কলেরা সৃষ্টিকারী জীবাণু কী ? উত্তর-ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া ঘটিত একটি সংক্রামক রোগ। এ ব্যাধি উপসর্গবিহীন অথবা মৃদুউপসর্গ  হতে পারে। কলেরার প্রধান উপসর্গ হল ঘনঘন পাতলা পায়খানা। ঘাম লালা এবং অশ্রুতে  লাইসোজোম নামে এক ধরনের উৎসেচক থাকে যা ধ্বংস করে কী ? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হলো কী ? উত্তর - যক্ষ্মা রোগের জন্য দায়ী। 


ব্যাকটেরিয়া ঘটিত রোগ

রোগের নাম 

ব্যাকটেরিয়া 

টিউবারকিউলোসিস 

মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস 

ডিফথেরিয়া 

কোরিনেব্যাকটেরিয়াম ডিফথেরিয়া 

হুপিং কাশি 

ব্যাসিলাস পারচুসিস 

কলেরা 

ভিব্রিও কলেরি  

টিটেনাস 

ক্লসট্রিডিয়াম টিটেনি 

নিউমোনিয়া 

স্ট্রেপটোকক্কাস নিউমোনি/ডিপ্লোকক্কাস নিউমোনি

টাইফয়েড 

সালমোনেল্লা টাইফি 

ডায়রিয়া 

ই. কোলাই 

লেপ্রোসি 

মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি  

গনোরিয়া 

নিসেরিয়া গনোরিয়া 

সিফিলিস 

ট্রেপোনিমা প্যালিডাম


File Details:
File Name : ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা
File Format : PDF
No. of  Pages : 1


ব্যাকটেরিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ

1.নিম্নলিখিত কোন রোগটি জীবাণু দ্বারা সংক্রমিত হয় ? (WBCS 2002)
a) হাম 
b) ডিফথেরিয়া 
c) ইনফুলেনজা 
d) কনজাংটিভাইটিস 
উত্তর : ডিফথেরিয়া 

2. বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয় 
a) সমস্ত ইউক্যারিওটিক কোষে
b) কেবলমাত্র ইজ এবং ব্যাকটেরিয়াতে 
c) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে 
d) সব কোষে 
উত্তর : শুধুমাত্র ব্যাকটেরিয়াতে 

3. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে - (WBCS 2012)
a) রক্ত 
b) লসিকা নালী 
c)  যকৃত 
d) অন্ত্র 
উত্তর : লসিকা নালী

4. ছত্রাক সংক্রমণের কোন রোগটি ছড়ায় ?
a) পোলিও 
b) ম্যালেরিয়া 
c) ডারমাইটিস 
d) কলেরা 
উত্তর : ডারমাইটিস

5. মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় -
a) প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স 
b) প্লাসমোডিয়াম ম্যালেরি
c) প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম 
d) ওপরের কোনোটিই নয় 
উত্তর : প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম

Post a Comment

don't share any link

Previous Post Next Post