ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা PDF || List of official languages ​​of States

 ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা PDF

 

ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা


Hello Friends,

আজ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি ।জেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষার তালিকা দেওয়া হল ।বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে । যেমন -ঝাড়খন্ডের  সরকারি ভাষা কি ? অরুণাচল প্রদেশের সরকারি ভাষা কি ? সিকিমের সরকারি ভাষা কি ? কোন রাজ্যে তিন বা তার বেশি সরকারি ভাষা প্রচলিত ?


ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা

রাজ্য 

সরকারি ভাষা

পশ্চিমবঙ্গ 

বাংলা , ইংরেজি 

ত্রিপুরা 

বাংলা , ইংরেজি 

আসাম 

অসমীয়া 

ওড়িশা 

ওড়িয়া 

মনিপুর 

মনিপুরী  

বিহার 

হিন্দি 

ঝাড়খন্ড 

হিন্দি , সাঁওতালি 

তামিলনাড়ু 

তামিল , ইংরেজি 

পাঞ্জাব 

পাঞ্জাবি 

অন্ধ্রপ্রদেশ 

তেলেগু 

মহারাষ্ট্র 

মারাঠি 

কর্ণাটক 

কন্নড় 

মধ্যপ্রদেশ 

হিন্দি 

উত্তর প্রদেশ 

হিন্দি , উর্দু 

উত্তরাখণ্ড 

হিন্দি,  সংস্কৃত 

হরিয়ানা 

হিন্দি , ইংরেজি , পাঞ্জাবি 

নাগাল্যান্ড 

ইংরেজি 

অরুণাচল প্রদেশ 

ইংরেজি 

মেঘালয় 

ইংরেজি 

সিকিম 

ইংরেজি , নেপালি 

তেলেঙ্গানা 

তেলেগু 

গুজরাট 

গুজরাটি 

গোয়া 

কঙ্কনি  

মিজোরাম 

মিজো , হিন্দি , ইংলিশ 



Post a Comment

don't share any link

Previous Post Next Post