কমনওয়েলথ গেমস 2022 PDF || 2022 CommonwealthGames

কমনওয়েলথ গেমস 2022 সম্পর্কিত প্রশ্ন





Dear Friends,
আজ 2022 এর কমনওয়েলথ গেমস সম্পর্কিত PDF টি  শেয়ার করছি যেটিতে মেডেল প্রাপ্ত খেলোয়াড়দের নাম ও দেশের নাম সহ কতগুলো প্রশ্ন উত্তর রয়েছে । কারেন্ট অ্যাফেয়ার্স ও খেলাধুলা বিষয়ক জিকের অংশহিসেবে আগত সকল সরকারি চাকরির পরীক্ষায় 2022 Commonwealth game গেম থেকে কমপক্ষে 1 টি প্রশ্ন আসবেই । যেমন -2022 এর কমনওয়েলথ গেমসে ভারত কয়টি পদক জিতেছে ?2022 কমনওয়েলথ গেমে সর্বাধিক পদক জিতেছে কোন দেশ ?

2022 কমনওয়েলথ গেমস 

🔰 উদ্বোধন : ২৮শে জুলাই ২০২২
🔰 সমাপন : ৮ই আগস্ট ২০২২
🔰 আয়োজক  শহর : বার্মিংহাম , ইংল্যান্ড 
🔰 স্টেডিয়াম : আলেকজান্ডার স্টেডিয়াম
🔰 অংশ গ্রহণকারী দেশ : ৭২ টি 
🔰 মোট ক্রীড়াবিদ : ৫০৫৪ জন 
🔰 ইভেন্ট : ২৮০ টি (২০ টি খেলায় )
🔰 উদ্বোধনকারি : প্রিন্স চার্লস 

কমনওয়েলথ গেমস 2022 সম্পর্কিত প্রশ্ন 

1. কমনওয়েলথ গেমস 2022 এর উদ্বোধন অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন-
উত্তর : পি. ভি. সিন্ধু ও মানপ্রীত সিং 

2. কমনওয়েলথ গেমস 2022 এর সমর্পণ  অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন-
উত্তর : অচন্তা শরথ কমল ও  নিখাত জারিন 

3.ভারতের কোন রাজ্য থেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নিয়েছিল -
উত্তর : হরিয়ানা , ৪৩ জন 

4. ভারতের প্রথম মেডেল জিতে ছিলেন কে ?
 উত্তর : সংকেত মহাদেব সাগর (রুপো, ওয়েট লিফটিং )

5. 2022 কমনওয়েলথ গেমসে ভারতের ওই সোনা জিতে ছিলেন কে ?
 উত্তর : মীরাবাই  চানু 

6. ভারত থেকে কোন খেলোয়ার সবথেকে বেশি মেডেল  জিতে ছিলেন ?
 উত্তর : শরথ কমল (৩ টি সোনা ১ টি ব্রঞ্চ )

7.কোন দেশ সব থেকে বেশি সংখ্যক সোনা জিতেছে ?
 উত্তর : অস্ট্রেলিয়া , ৬৭ টি 

8. কোন দেশ সব থেকে বেশি সংখ্যক রুপো  জিতেছে ?
 উত্তর : ইংল্যান্ড , ৬৬টি 

Post a Comment

don't share any link

Previous Post Next Post