পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ PDF || Environmental Science Important MCQ PDF

পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ 

পরিবেশ বিজ্ঞান

পরিবেশ বিজ্ঞান:

পরিবেশ বিজ্ঞান হল পরিবেশের অভ্যন্তরীণ বিষয় অধ্যায়ন । বিজ্ঞানের যে শাখায় পরিবেশের উপর মানুষ ও জীবজন্তুর অভাব সংক্রান্ত অনুসন্ধান করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান বলে । প্রাইমারি টেট এর জন্য পরিবেশ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । প্রাইমারি টেট এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা পরিবেশ বিজ্ঞান থেকে বার বার প্রশ্ন এসে থাকে । যেমন: ক্যাডমিয়াম কি ? শব্দ দূষণ পরিমাপ করা হয় কিসের সাহায্যে ?


পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ

1➤ বৃষ্টির জলের PH কত হলে তাকে অম্লবৃষ্টি বৃষ্টি বলা হয় ?
ⓐ 6.7
ⓑ 7
ⓒ 5.8
ⓓ 5.6 এর কম

2➤ একটি অক্সিজেনের চাহিদা সম্পূর্ণ বর্জ্য পদার্থের উদাহরণ হল -

ⓐ As
ⓑ Cd
ⓒ গবাদি প্রচুর বর্জ্য পদার্থ
ⓓ P

3➤ কোন পদার্থের দূষণের ফ্লুরোসিস রোগ হয় -

ⓐ ক্লোরিন
ⓑ ফ্লোরিন
ⓒ আর্সেনিক
ⓓ ক্যাডমিয়াম

4➤ আর্সেনিক দূষণে রোগ হয় -

ⓐ আর্সেনিকোসিস
ⓑ ফ্লুরোসিস
ⓒ ব্যাকফুড ডিজিজ
ⓓ আর্সেনিকোসিস ও ব্যাকফুড ডিজিজ

5➤ জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম -

ⓐ কার্বনেট
ⓑ অ্যাফ্লাটস্কিন
ⓒ আর্সনিট
ⓓ স্ট্রিকনিন

6➤ সূর্যালোক থেকে আলোকের অতিবেগুনি রশ্মি বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়

ⓐ ফ্লুরাইড
ⓑ CO
ⓒ O₃
ⓓ SO₂

7➤ শব্দ দূষণ পরিমাপক একক হল

ⓐ হার্জ
ⓑ ন্যানোমিটার
ⓒ ডেসিবেল
ⓓ মিটার

8➤ বিশ্ব পরিবেশ দিবস হল -

ⓐ 5 জুন
ⓑ 24 ফেব্রুয়ারি
ⓒ 9 এপ্রিল
ⓓ 5 আগস্ট

9➤ কোন জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীববিবর্ধন ক্রিয়ায় জীবের মৃত্যু ঘটায় ?

ⓐ DDT
ⓑ BHC
ⓒ ফ্লুরাইড
ⓓ ক্লোরিন

10➤ পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে ,তা হল -

ⓐ লিথোস্ফিয়ার
ⓑ হাইড্রোস্ফিয়ার
ⓒ অ্যাটমোস্ফিয়ার
ⓓ বায়োস্ফিয়ার

11➤ নিম্নলিখিত গুলির মধ্য কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?

ⓐ মিথেন
ⓑ নাইট্রাস অক্সাইড
ⓒ কার্বন মনোক্সাইড
ⓓ ক্লোরোফ্লোরো কার্বন

12➤ বসুন্ধরা দিবস কত তারিখে পালন করা হয় ?

ⓐ 21 এপ্রিল
ⓑ 22 ২২ এপ্রিল
ⓒ 5 জুন
ⓓ 5 এপ্রিল

13➤ এসিড বৃষ্টির প্রধান কারণ হলো -

ⓐ SO₂ ও NO₂
ⓑ CO2
ⓒ দাবানল
ⓓ কোনোটি নয়

14➤ যে পদার্থের দূষণে মিনা বাটা রোগের সৃষ্টি হয়

ⓐ সিসা
ⓑ সালফার
ⓒ পারদ
ⓓ ক্যাডমিয়াম

15➤ বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ হলো -

ⓐ 0.04%
ⓑ 0.05%
ⓒ 0.02%
ⓓ 0.03%

16➤ কিসের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে ?

ⓐ Fluoride
ⓑ POtasium
ⓒ Arsenic
ⓓ Magnecium

17➤ পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড় মাত্রা -

ⓐ 90 রেম
ⓑ 120 রেম
ⓒ 105 রেম
ⓓ 75 রেম

18➤ ভারতের পৃষ্ঠ মিথেনের মূল উৎস হল -

ⓐ জলমগ্ন ধানখেত
ⓑ ফলের বাগিচা
ⓒ আখের ক্ষেত
ⓓ সরলবর্বৃগীয় বৃক্ষ

19➤ ত্বকের ক্যানসার সৃষ্টির কারণ

ⓐ গ্রীন হাউস এফেক্ট
ⓑ U-V রশ্মি
ⓒ CFC গ্যাস
ⓓ কোনোটিই নয়

20➤ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক কঠিন বর্জ্য পদার্থ হল -

ⓐ রেড মাড
ⓑ ফ্লাই অ্যাশ
ⓒ দানাদার স্ন্যাগ
ⓓ কার্বন ব্লাাক

21➤ নীচের কোনটি জীবানুবিয়োজ্য দূষক ?

ⓐ প্রবাহমান ডাই
ⓑ প্রবাহমান ব্লিচিং
ⓒ নালার নোংরা জল
ⓓ ভারী ধাতু

22➤ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় -

ⓐ ভারতে
ⓑ সুইডেনে
ⓒ কানাডায়
ⓓ হোস্টেলে

23➤ ফ্লুরাইড দূষণ মূলত ক্ষতি করে -

ⓐ দাঁতের
ⓑ মস্তিষ্কের
ⓒ বৃক্কের
ⓓ হার্টের

24➤ বাস্তুতন্ত্রে ছত্রাক এর ভূমিকা কি ?

ⓐ উৎপাদক
ⓑ উৎসেচক
ⓒ বিয়োজক
ⓓ গৌণ খাদক

25➤ রাজস্থান অবস্থিত ভরতপুর এক প্রকার

ⓐ অভয়ারণ্য
ⓑ জাতীয় অরণ্য
ⓒ সাধারণ উপাদান
ⓓ সংরক্ষিত অরণ্য

Post a Comment

don't share any link

Previous Post Next Post