বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের অভাবজনিত রোগ তালিকা PDF

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের অভাবজনিত রোগ তালিকা PDF

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম
বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম


Hello Friends,

আজ বন্ধুরা বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের অভাবজনিত রোগের তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি ,যেটিতে কোন ভিটামিনের রাসায়নিক নাম কি ও  তাদের অভাবে  কি রোগ হয়  সেই তথ্য দেওয়া আছে ।বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভিটামিন ও খনিজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ।যেমন:-ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ?বিটা-ক্যারোটিন হল  ভিটামিন A এর প্রো ভিটামিন।একটি এন্টি ভিটামিনের নাম ? 



বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের অভাবজনিত রোগের তালিকা PDF

ভিটামিনের নাম 

রাসায়নিক নাম 

অভাবজনিত রোগ 

ভিটামিন A

রেটিনল 

রাতকানা 

ভিটামিন C

অ্যাসকরবিক অ্যাসিড 

স্কার্ভি 

ভিটামিন D

ক্যালসিফেরোল 

রিকেট ও ওসটিওম্যালেসিয়া

ভিটামিন E

টোকোফেরল 

বন্ধ্যাত্ব

ভিটামিন K

ফাইলোকুইনন 

রক্ততঞ্চন রোধ 

ভিটামিন B1

থিয়ামিন 

বেরিবেরি 

ভিটামিন B2

রাইবোফ্লাভিন 

ত্বক ফাটা, লাল চোখ 

ভিটামিন B3

নিয়াসিন 

পেলাগ্রো 

ভিটামিন B5

প্যান্টোথেনিক অ্যাসিড 

চুল ঝরে পরা 

ভিটামিন B6

পাইরিডক্সিন 

প্রান্তীয় নিউরোপাথি 

ভিটামিন B7

বায়োটিন 

অ্যানিমিয়া 

ভিটামিন B9

ফলিক অ্যাসিড 

গর্ভাবস্থায় সমস্যা, বমি ভাব 

ভিটামিন B12

সায়ানোকোবালামিন 

পারনিসিয়াম অ্যানিমিয়া 



ভিটামিন ও খনিজ এর  গুরুত্বপূর্ণ MCQ 

1. শাকসবজি থেকে প্রধানত পাওয়া যায়-
a) ভিটামিন A
b) ভিটামিন C
c) মিনারেল 
d)  কার্বোহাইড্রেট 
উত্তর :মিনারেল 

2. ভিটামিন সি এর  বৈজ্ঞানিক নাম কি ?
a) অ্যাসিটিক অ্যাসিড 
b) নিউক্লিক অ্যাসিড 
c) অ্যাসকরবিক অ্যাসিড 
d) ল্যাকটিক অ্যাসিড 
উত্তর :অ্যাসকরবিক অ্যাসিড 

3. চুল ঝরে পরা রোধে সাহায্য করে কোন ভিটামিন ?
a) ভিটামিন K
b) ভিটামিন D
c) ভিটামিন B5
d) ভিটামিন B
উত্তর :ভিটামিন B5

4. বায়োটিন এর অভাবে কোন রোগ হয় ?
a) অ্যানিমিয়া 
b) পেলাগ্রো 
c) স্কার্ভি
d) গর্ভ অবস্থায় সমস্যা
উত্তর : অ্যানিমিয়া 

5. আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীদের তা হল 
a) গলগন্ড 
b) রাতকানা 
c) রিকেট 
d) বাত 
উত্তর :গলগন্ড


📂 বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম PDF

File Name: বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম

File Format: PDF

No. of Pages:1

Post a Comment

don't share any link

Previous Post Next Post