দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স : 20আগস্ট , 2022

 1.ভারতে প্রথম ‘হর ঘর জল’ নিশ্চিত রাজ্য কোনটি ?

A) কেরালা 

B) গোয়া 

C) কর্ণাটক 

D) ওড়িশা 

গোয়া

NOTE: গোয়া দেশে প্রথম রাজ্য যা ‘হর ঘর জল’ নিশ্চিত করেছে । দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যা ‘হর ঘর জল’ প্রকল্প নিশ্চিত করেছে।

2.ভারতে প্রথম ডাবল ডেকার এসি ইলেকট্রিক বাস কোথায় চালু করা হয়?

  1. দিল্লি 

  2. মুম্বাই 

  3. হায়দ্রাবাদ 

  4. চেন্নাই

মুম্বাই

NOTE: কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করি মুম্বাইতে ভারতের প্রথম ডাবল ডেকার ইলেক্ট্রিক এসি বাস চালু করেছেন ।

3. বিশ্ব মানবতা দিবস পালন করা হয় ?

  1. 19 শে আগস্ট 

  2. 20 ই  আগস্ট

  3. 21 শে আগস্ট

  4. 18 ই আগস্ট

উত্তর: 19 শে আগস্ট

NOTE: 2003 সালের 19 শে আগস্ট জাতিসংঘের কার্যালয়ে বোমা হামলায় 22 জন সমাজসেবীর মৃত্যু হয়েছিল । এই দিনটিকে স্মরণ রাখার জন্য 2009 সাল থেকে 19 শে আগস্ট দিনটিকে বিশ্ব মানবতা দিবস হিসেবে পালন করা হয় ।

4. সম্প্রতি চালু হওয়া ‘মৎস্যসেতু’ মোবাইল অ্যাপের অনলাইন মার্কেটপ্লেস বৈশিষ্ট্যটির নাম কী ?

  1. একোয়া  বাজার 

  2. মৎস্য বাজার 

  3. ফিশারি ইন্ডিয়া 

  4. মৎস ভারত

একোয়া বাজার

5. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Kevin O’Brienকোন দেশের খেলোয়াড় ?

  1. আয়ারল্যান্ড 

  2. ইংল্যান্ড 

  3. ওয়েস্ট ইন্ডিজ 

  4. অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ড

6. কোন রাজ্য সরকার গ্রামীণ শিল্প পার্ক স্থাপনের ঘোষণা করেছে ?

  1. ছত্রিশগড় 

  2. ওড়িশা 

  3. উত্তর প্রদেশ 

  4. আসাম

উত্তর :ছত্রিশগড়

NOTE: ছত্রিশগড় রাজ্য সরকার গ্রামীণ শিল্পপার্কের স্থাপনের ঘোষণা করেছেন । মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল ঘোষণা করেছেন গান্ধী জয়ন্তী দিন প্রকল্পটি চালু করা হবে ।

7. বিশ্বের কোন দেশ সর্বপ্রথম মহিলাদের স্যানিটারি প্যাড বিনামূল্যে প্রদান করছে ?

  1. বাংলাদেশ 

  2. কুয়েত 

  3. স্কটল্যান্ড 

  4. নেপাল

স্কটল্যান্ড

8. ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস; কবে পালিত হয় ?

  1. 15 ই আগস্ট 

  2. 19 শে আগস্ট 

  3. 20 ই আগস্ট 

  4. 18 ই আগস্ট 

19 শে আগস্ট

NOTE: বিশ্বে প্রথম আলোকচিত্রটি তুলেছিলেন বিজ্ঞানী জোফেস নিসেফোর নিপসে ।

Post a Comment

don't share any link

Previous Post Next Post